বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রার দুরদর্শী ও সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত "আমার গ্রাম আমার শহর" বাস্তবায়নের নিমিত্তে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অধীনে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। তারই ধারাবাহিক বাস্তবায়নের অংশ হিসেবে প্রতি ৫০ জনের ( ১০ পরিবার) জন্য একটি পানির উৎস স্থাপন। ভূ-পৃষ্ঠস্থ পানির যথাযথ ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পুকুর খননের মাধ্যমে ভূ-পৃষ্ঠের পানি ব্যবহার বৃদ্ধিকরণ, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমাতে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে পাইপড ওয়াটার সাপ্লাই সিস্টেম স্থাপন। স্বাস্থ্যসম্মত উন্নতমানের ল্যাট্রিনের কভারেজ বৃদ্ধিকরণ এবং নিরাপদ সুপেয় পানি সরবরাহের কভারেজ শতভাগে উন্নীতকরণ। উল্লেখ্য সরকারী আশ্রয়ণ প্রকল্প সমূহে মানুষের জীবনমান উন্নত করার মানসে স্যানিটেশন ও পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং টেকসই করার নিমিত্তে সচেতনতা বৃদ্ধি করন, দ্বীপাঞ্চল সমূহে নতুন প্রকল্প (পাইপ স্কীম ও উন্নত স্যানিটেশন) গ্রহণ পূর্বক টেকসই উন্নয়ন বিকেন্দ্রীকরনের মাধ্যমে কাভারেজ শতভাগে উন্নীত করন।